ট্রাকচাপায় বৃদ্ধ নিহত – আফতাব হোসেন স্থানীয় মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন।এ সময় জয়পুরহাট থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দরগাপাড়া মোড়ে তাকে চাপা দেয়।
জয়পুরহাটে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বুধবার (২০ নভেম্বর) উপজেলার দরগাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফতাব হোসেন (৬২) উপজেলার নওদা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, বুধবার আফতাব হোসেন স্থানীয় মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। এ সময় জয়পুরহাট থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দরগাপাড়া মোড়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ট্রাকটি একটি সাইকেল মেকানিকের দোকানে ঢুকে পড়লে দোকানে থাকা মেকানিক দুলু মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: