জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

দুর্ঘটনায় দুই জন নিহত – জয়পুরহাট সদরর ও পাঁচবিবি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু আব্দুল্লাহ (৮) ও বৃদ্ধা নুরজাহান (৭০) নিহত হয়েছেন।

 

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

 

রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার হেলকুন্ডা বাইপাস সড়কে পারাপার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ওই নারীর ও দুপুরে পাঁচবিবি উপজেলার মোলান রশিদপুর হাফেজিয়া মাদরাসার কাছে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শিশুটি।

নিহত নুরজাহান সদর উপজেলার হেলকুন্ডা গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফার স্ত্রী। আব্দুল্লাহ পাঁচবিবি উপজেলার মোলান রশিদপুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও গনেশপুর গ্রামের বাসিন্দা সুজন মিয়ার ছেলে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন ও পাঁচবিবি থানার ওসি কাওসার আলী বলেন, দুটি উপজেলায় পৃথক দুটি স্থানে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা ও শিশুসহ দুই জন নিহত হয়েছে। পৃথক দুটি ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন:

Leave a Comment