জয়পুরহাটে নির্মাণাধীন সেতু থেকে ৩০ ফুট নিচে পড়ল প্রাইভেট কার, আহত ৩

৩০ ফুট নিচে পড়ল প্রাইভেট কার – জয়পুরহাটে দুজন যাত্রী, চালকসহ একটি প্রাইভেট কার নির্মাণাধীন সেতু থেকে প্রায় ৩০ ফুট নিচে পড়ে গেছে। এতে চালকসহ তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার রাত একটায় বটতলী-পাকার মাথা বাইপাস সড়কের ক্ষেতলাল উপজেলার ঘোনাপাড়া তুলসীগঙ্গা নদীর ওপর নির্মিত সেতুতে এ ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ১০টায় ঘটনাস্থল ক্ষেতলাল থানা-পুলিশ পরিদর্শন করেছেন।

 

জয়পুরহাটে নির্মাণাধীন সেতু থেকে ৩০ ফুট নিচে পড়ল প্রাইভেট কার, আহত ৩

 

দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারের আহত ব্যক্তিদের স্বজনদের অভিযোগ, নির্মাণাধীন সেতুর পূর্ব দিকে কোনো প্রতিবন্ধকতা ছিল না। এ কারণে দুর্ঘটনা ঘটেছে। এটা ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি বলে তাঁরা মন্তব্য করেন। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের এই সেতুর দেখভালের দায়িত্বে থাকা প্রতিনিধির দাবি, সেখানে বাঁশের প্রতিবন্ধকতা ছিল। সেটি ভেঙে প্রাইভেট কার প্রায় ৩০ ফুট নিচে পড়েছে।

Leave a Comment