পরিবারের ৬ সদস্যকে জখম করে লুটপাট, তিন জন ধরা

পরিবারের ৬ সদস্যকে জখম – জয়পুরহাটের কালাইয়ে রাতের আঁধারে দুর্ধষ ডাকাতি হয়েছে। সন্ত্রাসীরা নগদ অর্থ, গহনা ও গরু নিয়ে যাওয়ার পাশাপাশি পরিবারের ৬ সদস্যকে গুরুতর জখম করে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ধরা পড়েছে তিনজন।

 

পরিবারের ৬ সদস্যকে জখম করে লুটপাট, তিন জন ধরা

 

শুক্রবার (২৫ অক্টোবর) রাত ২টা থেকে ৩টার মধ্যে মুষল ধারে বৃষ্টি হচ্ছিল। এ সময় একদল সন্ত্রাসী অস্ত্র নিয়ে উপজেলার চর বাখড়া গ্রামের বাসিন্দা কছিম উদ্দীন ফকিরের বাড়িতে হানা দেয়। বাড়ির সদস্যদের হাত-মুখ ও চোখ বেঁধে বেধড়ক মারধর করে ডাকাতরা প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৫টি গরু, নগদ তিন লাখ ৮০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও বাড়ির যাবতীয় মালামাল লুট করে। এ সময় তারা বাড়ির এক গৃহবধূ ও তার এক মেয়ের শ্লীলতাহানি করে।

 

 

ডাকাতদের মারধরে আহত কছিম উদ্দীনের স্ত্রী রোকেয়া বেগম, তার বড় ছেলে গোলাম মোস্তফা, নাতনি মিম্মা ও ছোট ছেলের স্ত্রী মালা বেগমকে জয়পুরহাট জেলা সদর ও কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন
জয়পুরহাটের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব জানান, এ ঘটনায় শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১১টায় কালাই থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার। এরই মধ্যে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

Leave a Comment