সড়কে বাস উল্টে আহত ২৯ জয়পুরহাটে

সড়কে বাস উল্টে আহত ২৯ জয়পুরহাটে,জয়পুরহাটে সড়কে বাস উল্টে ২৯ জন আহত হয়েছেন। শুক্রবার ভোরে গতন শহর-রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

সড়কে বাস উল্টে আহত ২৯ জয়পুরহাটে

 

সড়কে বাস উল্টে আহত ২৯ জয়পুরহাটে

জয়পুরহাট-সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঈদের ছুটি শেষে আনাছ পরিবহন নামের বাসটি পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। এসময় জয়পুরহাট সদর উপজেলার গতন শহর মোড়ে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে বাসে থাকা ২৯ যাত্রী আহত হন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তিনি জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করেন। আহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

 

সড়কে বাস উল্টে আহত ২৯ জয়পুরহাটে

 

১ thought on “সড়কে বাস উল্টে আহত ২৯ জয়পুরহাটে”

Leave a Comment