স্ত্রী হত্যায়-স্বামী মামা হত্যায় ভাগনের যাবজ্জীবন জয়পুরহাটে,জয়পুরহাটে স্ত্রী হত্যায়-স্বামীর ও মামা হত্যায় ভাগনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন ও জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ নুর ইসলাম এ রায় দেন।

স্ত্রী হত্যায় স্বামী মামা হত্যায় ভাগনের যাবজ্জীবন জয়পুরহাটে
দণ্ডপ্রাপ্তরা হলেন- ক্ষেতলাল-উপজেলার হাপানিয়া নয়াপাড়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে রেজাউল করিম ভাদু ও সদর উপজেলার পশ্চিম পারুলিয়ার আব্দুর রহিমের ছেলে আলা উদ্দিন।

আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, বিয়ের পর থেকে স্ত্রী আঙ্গুরি বিবির সঙ্গে রেজাউল করিম ভাদুর কলহ লেগে ছিল। এর ফলে ২০০৫ সালের ১৭ এপ্রিল রাতে স্ত্রী ও পাঁচ বছরের ছেলে হিটলারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যান তিনি।

