ব্যাংক কর্মকর্তা গ্রেফতার বিয়ের প্রলোভনে শিক্ষিকাকে ধর্ষণ

ব্যাংক কর্মকর্তা গ্রেফতার বিয়ের প্রলোভনে শিক্ষিকাকে ধর্ষণ,জয়পুরহাটের পাঁচবিবি-উপজেলায় বিয়ের প্রলোভনে এক স্কুলশিক্ষিকাকে-ধর্ষণের অভিযোগে ব্যাংক কর্মকর্তা এরশাদ আলীকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।

 

ব্যাংক কর্মকর্তা গ্রেফতার বিয়ের প্রলোভনে শিক্ষিকাকে ধর্ষণ

 

ব্যাংক কর্মকর্তা গ্রেফতার বিয়ের প্রলোভনে শিক্ষিকাকে ধর্ষণ

সোমবার  রাতে জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এরশাদ পঞ্চগড়ের বোদা উপজেলার উৎকুরা গ্রামের মনতাজ আলীর ছেলে। তিনি অগ্রণী ব্যাংক পাঁচবিবি শাখায় কর্মরত।

মামলার সূত্রে জানা যায়, তিন বছর আগে এরশাদ আলীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই শিক্ষিকার পরিচয় হয়। স্ত্রী থাকা সত্ত্বেও এরশাদ ওই শিক্ষিকার কাছে নিজেকে অবিবাহিত বলে পরিচয় দেন। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

একপর্যায়ে তারা বিভিন্ন স্থানে একান্তে সময় কাটাতেন। প্রায় আট মাস ধরে বিয়ের প্রলোভনে ওই শিক্ষিকাকে এরশাদ আলী তার ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন। সর্বশেষ  ১৪ মার্চ রাতে ভাড়া বাসায় নিয়ে আবারও তাকে ধর্ষণ করেন। এরপর বিয়েন কথা বললে নানা টালবাহানা শুরু করেন এরশাদ। এর মধ্যে ওই নারী খোঁজ নিয়ে জানতে পারেন এরশাদের স্ত্রী রয়েছে। পরে এ ঘটনায় ওই নারী মামলা করেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি বলেন, বিয়ের প্রলোভনে স্কুলশিক্ষিকাকে-ধর্ষণের অভিযোগে করা মামলায় অগ্রণী ব্যাংকের কর্মকর্তা এরশাদ আলীকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

ব্যাংক কর্মকর্তা গ্রেফতার বিয়ের প্রলোভনে শিক্ষিকাকে ধর্ষণ

 

আরও পড়ুন:

১ thought on “ব্যাংক কর্মকর্তা গ্রেফতার বিয়ের প্রলোভনে শিক্ষিকাকে ধর্ষণ”

Leave a Comment