করোনা রোগীদের পাশে জয়পুরহাটের পুলিশ

শক্ত লাঠির বদলে মানবিক পুলিশ হয়ে করোনা মোকাবিলায় জয়পুরহাটের পুলিশ কে মানুষ দেখছে এক নতুন রূপে।

 

করোনা রোগীদের পাশে জয়পুরহাটের পুলিশ

 

এই নতুন রূপের সঙ্গে আমজনতার পরিচয় করিয়ে দিয়েছে করোনা ভাইরাস। জয়পুরহাটের জেলার পুলিশ সুপার বলছেন, সব ধরনের দুর্যোগ মাথায় রেখে মানবিক সব সেবা দিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর ও পাঁচবিবি পৌরসভায় বিকাল ৫টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত ওষুধের দোকান ছাড়া অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। জয়পুরহাট জেলা পুলিশের সদস্যরা মানুষকে সচেতন করতে কাজ করছেন।

শুধু তাই নয়, লকডাউন এলাকায় করোনা প্রতিরোধে নানা কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেবক হিসেবে কাজ করছে পুলিশ। পুলিশের এই মানবিকতা এসব সর্বত্র প্রশংসিত হয়েছে। সর্বশেষ জেলা পুলিশ বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ শুরু করেছে। প্রাথমিকভাবে ৮টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে। দিনরাত যে কোনো সময়ে ০১৭৩৭৫৯৯৬৬৬- নম্বরে ফোন করলেই জেলার যে কোনো জায়গায় পৌঁছে যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি মো. নূর ই আলম বলেন, ‘করোনা দুর্যোগের সময় পুলিশের ভূমিকার কারণে এক সময় যারা বাহিনীটির সমালোচনা করতেন, তারাও আজ পক্ষে কথা বলছেন এবং প্রশংসা করছেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

মানুষ পুলিশকে সম্মান করছে, ভালোবাসছে। এ বিষয়ে জয়পুরহাটের পুলিশ সুপার মো. মাছুম আহাম্মদ ভূঞা বলেন, ‘মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, মানবপ্রেম আমাদের তাড়া করেছে। তাই আমরা মানবসেবায় অবিরাম ছুটে চলছি। সেবা দিতে গিয়ে এ পর্যন্ত জয়পুরহাট জেলায় ৭৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। জীবন উৎসর্গ করেছেন ১ জন। কিন্তু তাতেও আমরা থেমে নেই। জীবনের শেষ অবধি পর্যন্ত দেশ ও জাতির সেবায় আমরা নিজেদের বিলিয়ে দেব।

 

আরও পড়ুন:

Leave a Comment